মাদারীপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার পুরান বাজারের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা।
পরে বেলা ১১টায় জেলা শাখা আওয়ামী লীগসহ সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালিটি ইটেরপুর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন মাদারীপুরের পৌরসভা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র খালেদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের সহমভাপতি আজাদ মুন্সি, পিপি সিদ্দিকুর রহমান সিং, সাবেক নারী ভাইস চেয়ারম্যান হুমায়রা লতিফ পান্নাসহ জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলালীগের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/শফিক