ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ উপলক্ষে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩২ হাজার শিশুর জন্য ৭২টি কেন্দ্রে এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফেরদৌস মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মো. শওকত হোসেন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধক্ষ্য মো. শাহজাদা প্রমুখ। ক্যাম্পেইনে জেলার ২৪৩৩টি কেন্দ্রে ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৫ হাজার ৪২৫ শিশু ও ৬-১১ মাস বয়সী ৫৩ হাজার ৫৪৩ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খওয়ানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার