নানা আয়োজনে শুরু হয়েছে সাঁওতাল সম্প্রদায়ের পাঁচ দিনব্যাপী ‘সহরায় পরব’ উৎসব। শনিবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার গড়মল্লিকপুর আদিবাসী গ্রামের সাঁওতাল মাঞ্জিহীথান মন্দির ও ধর্ম উপাসনালয় প্রাঙ্গনে এ উৎসব শুরু হয়।
‘সহরায় পরব’ হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের ১২ গোত্রের মধ্যে নতুন বছরকে বরণের উৎসব। তারা প্রত্যেক বছরের পৌষ পার্বণের শুরুতেই ধর্মীয় কৃষ্টিকালচারের বিভিন্ন দিক তুলে ধরে দেব-দেবীর নিকট নিজেদের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় এ উৎসব পালন করেন।
গড়মল্লিকপুর আদিবাসী সাঁওতাল মাঞ্জিহীথান মন্দির ও ধর্ম উপাসনালয়ের মাঞ্জি হারাম রবি টুডু‘র সভাপতিত্বে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পূজা অর্চনার মধ্যদিয়ে সহরায়ে পরব’র উদ্বোধন করেন কাহারোল আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি নারায়ণ মার্ডি।
অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সামিয়েল মার্ডি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শরিফ উদ্দীন আহম্মেদ।
বিডি-প্রতিদিন/শফিক