মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় বিটিভির সাংবাদিক মাহবুবুর রহমার বাদলের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে কৌশলে ঘরের মধ্যে ঢুকে চোর নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখে চুরির বিষয়টি টের পায় বাড়ির লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
সাংবাদিক মাহবুবুর রহমান বাদল বলেন, রাতের আঁধারে চোর চক্র আমার ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের খুঁজে বের করতে কাজ শুরু করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/শফিক