বগুড়ায় মোট ৪ লাখ ৭৩ হাজার ২৯ জন শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলো। জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইন (২য়) রাউন্ড উপলক্ষে শনিবার জেলায় ২ হাজার ৭শ ৮৬ কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত ভিটামিন এ প্লাস ব্যাম্পেইনে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্ঠি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এ ক্যাস্পেইন বাস্তবায়ন করছে। জেলা শহরেরে সাতমাতা, মালতীনগর, ঠনঠনিয়া, বউবাজার, চেলোপাড়া, কলোনীসহ প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন পর্যন্ত শিশুদের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন গওসুল আযিম চৌধুরী, বগুড়া পৌরসভার মেয়র মাহাবুবর রহমান, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সমির হোসেন মিশু, জেলা ডেপুটি সিভিল সার্জান ডাঃ মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ। জেলায় ৬ থেকে ১১মাস বয়সী ৫৩ হাজার ৮৯৬ জন শিশু কে নীল এবং ১২ থেকে ৫৯ বয়সী ৪ লাখ ১৯ হাজার ১৩৩জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। ৫ হাজার ৫৭২ জন স্বেচ্ছাসেবী অংশ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার