“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় এই কর্মসূচি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী কর্মকর্তাসহ নানা পেশার মানুষের অংশগ্রহণে ও উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিংড়া কোর্ট মাঠে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার
মেয়র আলহাজ্ব মো.জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী, জিএ সরকারী কলেজের অধ্যক্ষ এম এইচ খালেদ, সাবেক ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল