ঝালকাঠি নাগরিক ফোরামের ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম। ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি মো. সামসুল হক মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন খান, ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি এসএম মিজান, সহ-সম্পাদক এস এম রেজাউল করিম।
সম্মেলন উপস্থিত সকলের সম্মতি ক্রমে মো. সামসুল হক মনুকে সভাপতি, এসএম মিজানুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, আহমেদ আবু জাফরকে সাধারণ সম্পাদক ও এস এম রেজাউল করিম ও অলোক সাহাকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল