শত বছরের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। শীত আর কুয়াশা উপেক্ষা করে দুর-দুরান্ত থেকে হাজার হাজার দর্শক ভিড় করে ঘোড় দৌড় মাঠে।
গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামপুরা যুব সমাজ বন্ধু সংগঠন আয়োজন করে এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা।
শনিবারেও ঘোড় দৌড় প্রতিযোগিতায় দুর-দুরান্ত থেকে পায়ে হেঁটে ও যানবাহনে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে আসেন।
৩ দিনব্যাপী এই ঘোড় দৌড় প্রতিযোগিতা গত শুক্রবার বিকালে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের রামপুর (টুবঘুরিয়া) মাঠে উদ্বোধন করা হয়। শনিবার বিকালেও এই প্রতিযোগিতা চলে। রবিবার বিকালে আরেক দফা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর পুরস্কার বিতরণ করা হবে।
আয়োজক সংগঠনের সভাপতি শাহ্জাহান মন্ডল সাংবাদিকদের জানান, উপজেলার নাম ঘোড়াঘাট। একসময় এই ঘোড়াঘাটে প্রচুর ঘোড়া ছিল এবং প্রতিযোগিতাও হয়েছিল। সময়ের আবর্তনে তা আজ বিলুপ্ত প্রায়। আমরা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করি। ঘোড় দৌড় প্রতিযোগিতায় ২০-৩০টি ঘোড়া অংশ নেয়।
বিডি প্রতিদিন/হিমেল