বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ‘প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন’ কর্মসূচির আওতায় ১‘শ ৬০ জন দুস্থ প্রবীণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে। পিকেএসএফ এবং গাক এর যৌথ অর্থায়নে শনিবার সকালে সারিয়াকান্দি সদর ও গাবতলী সদর ইউনিয়নের প্রবীণ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর পরামর্শক মোবারক হোসেন তালুকদার, যুগ্ম পরিচালক আনিছুর রহমান, সারিয়াকান্দি উপজেলা প্রোগ্রাম অফিসার আস্তুল আলী, গাবতলী উপজেলা প্রোগ্রাম অফিসার হামিদুর রহমান, সারিয়াকান্দি সদর ইউনিন পরিষদের সদস্য ইলিয়াস উদ্দিন ও মনিরুজ্জামান বাবু, গাবতলী ইউনিয়ন প্রবীণ উন্নয়ন কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান এবং সারিয়াকান্দি ইউনিয়ন প্রবীণ উন্নয়ন কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ব্যাপারী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পিকেএসএফ এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর যৌথ আয়োজনে প্রবীণ জনগোষ্ঠীর মাঝে দ্বিতীয়বারের মত এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার