বগুড়ার নন্দীগ্রাম বাসষ্ট্যান্ডে চাঁদাবাজদের মারপিটে এক ট্রাক চালক রক্তাক্ত হয়েছে। আহত ট্রাক চালক প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানায়, নন্দীগ্রাম পৌর শহরেরর রাস্তাঘাটে টোল আদায়ের জন্য পৌরসভা সাজ্জাদ হোসেন ঝিনুককে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৮ লাখ ১১ হাজার টাকায় ইজারা দেয়। ইজারা গ্রহণের নিয়মানুযায়ী মহাসড়কে চলাচলরত কোন যানবাহন থেকে টোল আদায়ের কোন বিধান নেই। তারপরও শনিবার বেলা ১১ টার দিকে বগুড়াগামী একটি ট্রাক স্থানীয় বাসষ্ট্যান্ডে পৌঁছলে টোল আদায়ের জন্য আটক করে ৩০ টাকা চাঁদা দাবি করে। এ সময় ট্রাক চালক রাজু আহমেদ (৩২) কেন চাঁদা দিতে হবে জানতে চাইলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ইজারাদারের লোকজন লাঠি সোটা দিয়ে মারপিট শুরু করলে ট্রাক চালকের মাথা ফেটে যায়।
পরে স্থানীয় লোকজন এসে আহত ট্রাক চালককে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়।
আহত ট্রাক চালক রাজু আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বলেন, মহাসড়কে টোল আদায়ের কোনো নিয়ম নেই। ইজারা শর্ত ভঙ্গ করে তারা টোল আদায় করেছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, আহত ট্রাক চালক মৌখিকভাবে অবহিত করেছে। লিখিতভাবে অভিযোগ দিলে নিয়মিত মামলা নেওয়া হবে।
এদিকে ইজারাদার সাজ্জাদ হোসেন ঝিনুক বলেন, মহাসড়কে টোল আদায় করা হতো। এখন থেকে আর মহাসড়কে টোল উত্তোলন করা হবে না।
বিডি প্রতিদিন/হিমেল