লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে আবু সাঈদ (৩০) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৭ নম্বর মেইন পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ। নিহত আবু সাঈদ পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের বেনজির রহমানের ছেলে।
নিহতের পরিবার জানায়, ওই সীমান্তে ভারতের অভ্যন্তরে তামাক ক্ষেতে কাজ করছিলেন আবু সাঈদ। শুক্রবার সন্ধ্যায় চোরাকারবারি সন্দেহে বিএসএফ তাকে মারধর করে বিদ্যুতের পিলারের কাছে ফেলে রেখে চলে যায়। এতে তার মৃত্যু হলে শনিবার সকালে ঘটনাস্থল থেকে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত আবু সাঈদের বাবা বেনজির রহমান অভিযোগ করে বলেন, সীমান্তের তামাক ক্ষেত থেকে তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে মরদেহ আবার তামাক ক্ষেতে ফেলে রেখে যায়। এ বিষয়ে বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা হত্যার বিষয়টি অস্বীকার করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার আবুল হোসেন বলেন, নিহতের মরদেহ এলে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক