বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আহমেদ আলীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আছর কুমিল্লা টাউনহল মাঠে নামাজে জানাজা শেষে তাকে কুমিল্লা নগরীর রেসকোর্স কবরস্থানে দাফন করা হয়।
ভাষা সৈনিক অ্যাডভোকেট আহমেদ আলী প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১.৪৭ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৭ বছর। শনিবার সকালে ঢাকা থেকে তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। গ্রামের বাড়িতে সকাল ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ব্রাহ্মণবাড়িয়া থেকে দ্বিতীয় জানাজা ও শেষ শ্রদ্ধা জানানো জন্য কুমিল্লা টাউনহল মাঠে আনা হয়।
সেখানে আহমেদ আলীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতি এবং নগরের সর্বস্তরের নাগরিক। জানাজার নামাজের আগে তার মৃত্যুতে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোকবার্তা পাঠ করা হয়।
জানাজার নামাজে আহমেদ আলীর আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি, বাংলাদেশ বার কাউন্সিলরের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাসেত মজুমদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাইজার মো. ফারাবী।
বিডি-প্রতিদিন/শফিক