টাঙ্গাইলের মির্জাপুরে ভিটেমাটি রক্ষার দাবিতে মুক্তিযোদ্ধার পরিবারসহ এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। তাদের অভিযোগ, মিজানুর রহমান জুয়েল ও আবুর আব্বাছ ধলা গংদের অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা এ কর্মসূচি পালন করে।
শনিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের কলেজ রোডে পুষ্টকামুরী, মির্জাপুর বাজার, বাইমহাটি ও গাড়াইল এলাকার শতাধিক নারী-পুরষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে প্রতিবাদ সামবেশ করে। এতে বক্তব্য রাখেন নির্যাতিত ভুক্তভোগী পরিবার বীর মুক্তিযোদ্ধা মো. লাল মিয়ার পরিবার এবং আজাহার আলী, জামিল মিয়া, মোস্তফা মিয়া, আলিফ বেগম ও রাশিদা বেগমের পরিবার।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুক্তভোগী পরিবারগুলো যেন ন্যায় বিচার পান সে বিষয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক