কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপড়া রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে হত্যা মামলাসহ তিনটি মামলার পলাতক আসামি মো. আনোয়ার প্রকাশ সিরাজ (৩৫) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রোহিঙ্গা নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের জকির আহমদের ছেলে। এসময় তার আরেক সহযোগী সেলিম মিয়া নামে বাংলাদেশি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। সে কিশোরগঞ্জের কটিয়াদি থানার আব্দুল কাদিরের ছেলে।
শনিবার বিকালে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নয়াপাড়া মৌছনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা