বগুড়া শহরের দত্তবাড়ীতে একটি টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয় কাউন্সিলর এর সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার বজলুর রশিদ জানান, শনিবার রাতে শহরের দত্তবাড়ীতে পানির ট্যাংকি রোডে টায়ারের গোডাইনে আগুন লাগে। খবর পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কি কারনে আগুনের সুত্রপাত বা কি পরিমান ক্ষতি হয়েছে তা তদন্ত না করলে বলা যাবে না।
রবিবার সকালে বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুন চক্রবর্তী জানান, স্থানীয় লোকজন নিয়ে সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ