ভোলার সদর উপজেলার মেঘনার বঙ্গেরচর এলাকা থেকে দেশি অস্ত্রসহ ২ জলদস্যুকে আটক করা হয়েছে।
শনিবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাহাদুর (৩৮) ও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে কামাল হোসেন (৩২)।
কোস্ট গার্ডের দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফট্যানেন্ট ওয়াসিম আকিল জাকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বঙ্গের চর এলাকায় জলদস্যু ২টি বাহিনীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে দুই জলদস্যুকে ৯টি বগি দা-সহ আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালম