রংপুরের তারাগঞ্জের ইকচালী এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে বাসের ধাক্কায় ঝন্টু মিয়া নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ রবিবার ভোরে ঢাকা-পঞ্চগড় গামী নৈশকোচের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার ভোরে মহাসড়কের পাশ দিয়ে হাটছিলেন ঝন্টু মিয়া। এসময় পঞ্চগড়গামী একটি নৈশকোচ গাড়িকে সাইড দিতে গিয়ে পিছন থেকে ধাক্কা দিলেই ঘটনাস্থলেই মারা যান তিনি।
তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিকে আটক করতে পারেনি কেউ।
বিডি প্রতিদিন/ফারজানা