কক্সবাজারের পেকুয়ায় ক্লাসে দুষ্টুমি করায় মাদ্রাসার এক শিশুছাত্রীকে ঘুষি মেরে নাক ফাটালেন এক শিক্ষক।
রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল নূরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিশুছাত্রী হাফেজা বেগম (৭) ওই এলাকার জালাল উদ্দিনের মেয়ে।
শিশুর বাবা জানান, সকালে মাদ্রাসায় যাওয়ার পর ক্লাসে দুষ্টুমি করার অপরাধে এক শিক্ষক ঘুষি মেরে আহত করে আমার মেয়েকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করাই। ঘুষিতে তার নাক ফেটে রক্ত বের হয় ও চোখের নিচে থেতলে যায়।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিশুর বাবা আমাকে মারধরের ঘটনাটি জানালে আহত শিশুকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
বিডি প্রতিদিন/কালাম