নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে সোমবার বেলা ১২টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান, সহকারি প্রোগ্রামার জহির আব্বাস প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সিরাজুল ইসলাম ইসাহক। এর আগে সাংবাদিক আখলাকুজ্জামানকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের বিদায়ী সংবর্ধিত শিক্ষার্থীরা প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠুকে সংবর্ধনা দেয়া হয়। সবশেষে বিশেষ মোনজাতে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন