ময়মনসিংহের শম্ভুগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শম্ভুগঞ্জের চর গোবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার লোকমান হোসেনের ছেলে সোয়াদ মিয়া (২) ও একই বাড়ির ফজলুল হকের দেড় বছরের ছেলে ইব্রাহিম মিয়া।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু দুটি। এসময় পরিবারের অন্য সদস্যরা কাজে ব্যস্ত থাকার তাদের চোখের আড়ালে শিশু দুটি পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজি পরও শিশু দুটিকে পাওয়া যায়নি। ঘন্টা খানেক পর বাড়ির পাশে পুকুরে পানিতে শিশু দুইটি ভাসতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটির মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন