শিক্ষকতা করতে নিষেধ করে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্বামী কামাল মাদবরের বিরুদ্ধে। গত ২৩ জানুয়ারি রাতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়ে শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে একটি কিন্ডার গার্ডেনের শিক্ষিকা ফারজানা আক্তার(২৩) নামের ওই গৃহবধূ। নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত কামাল মাদবর উপজেলার চরচান্দ্রা বাবুর আলী মল্লিক কান্দি গ্রামের মৃত ফয়জল মাদবরের ছেলে।
ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারজানা আক্তার নামের ওই গৃহবধূকে বিয়ের পর থেকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে স্বামী কামাল মাদবর। পড়তে না দেওয়া, শিক্ষকতা পেশায় চাকরি করতে না দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রায়শই ফারজানা আক্তারের উপর নির্যাতন চালায় স্বামী। কয়েক দফা হাসপাতালেও ভর্তি হয়েছে ফারজানা আক্তার। ৪ বছরের পুত্র সন্তানের সামনেই মাঝে মাঝে ফারজানা আক্তারকে নির্যাতন ও মারধর করে কামাল মাদবর। এঘটনায় বেশকয়েকবার শালিস বৈঠকে ভালো হয়ে চলার প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে বাড়িতে নিয়ে আবার নির্যাতনের অভিযোগ করেছে স্ত্রী ফারজানা আক্তার।
শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন