বগুড়ার বাগবাড়ী মিছিরন নেছা জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবধর্না প্রদান করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এ সংবধর্না দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথি ছিলেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলনসহ আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু, গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা জালাল, জেলা পরিষদ সদস্য এআই ফয়সাল খান জনি, গোলাম রব্বানী, মমিনুল হক শিল, দেলোয়ার হোসেন দিলুু, হযরত আরী হিরন প্রমুখ।
সংবধর্না শেষে বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ-এর উদ্যোগে নশিপুর ইউনিয়নের গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি। পরে তিনি বাগবাড়ী এসইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিমের সভাপতিত্বে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানেও যোগ দেন।
বিডি-প্রতিদিন/শফিক