ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার বেলা ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শূন্য রেখায় হিলি সিপি বিজিবি কম্পানি কমান্ডার সুবেদার ইলিয়াস আলী ভারতের হিলি বিএসএফের কম্পানি কমান্ডার ইন্সপেক্টর আর কে বলেরাও এর হাতে ৭ প্যাকেট মিষ্টি তুলে দেন। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অপরদিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমস কর্মকর্তাকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন হিলি কাস্টমস কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এ মজুমদার