বরগুনার পাথরঘাটায় সাড়ে সাত একর জমির পাকা ধানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে প্রায় ২৪০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল দুপুর ১২ টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার কাঠালতলী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী গ্রামের প্রতিবেশী মুনছুর তালুকদার ও সাইকুুল ইসলামের বিরুদ্ধে পাকা ধানে অগ্নিসংযোগরে এ অভিযোগ করেছেন স্থানীয় মো. ফারুক ও তার ভাই মো. ছিদ্দিক। ফারুক উপজেলার কাঠালতলী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী গ্রামের লাল মিয়ার ছেলে। অভিযুক্ত মুনছুর (৬০) একই এলাকার মকবুল তালুকদারের ছেলে এবং আব্দুস ছোবাহানের ছেলে সাইকুল (৪৫)।
ফারুক ও ছিদ্দিক অভিযোগ করেন, চলতি মৌসুমে সাড়ে সাত একর জমিতে ধান চাষ করা হয়। তাদের বাড়ি থেকে ধানে ক্ষেত দূরে হওয়ায় ক্ষেতের পাশে রাস্তায় ধানের গাদা রেখেছিলাম। ওই গাদার পাশে মুনছুর ও সাইকুলের ধানের গাদা ছিল। কিন্তু তবু আমাদের ধানের পালায় আগুন দিয়ে পুড়ে ফেলেছে।
আমাদের সারা বছরের আয় সব শেষে হয়ে গেছে। ইউনিয়নের চেয়ারম্যান যদি এ ঘটনার সুষ্ঠু বিচার না করেন, তবে আইনের আশ্রয় নেওয়া হবে।
অভিযুক্ত মুনছুর তালুকদার ও সাইকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা বলেন, আমরা ওই ধানের পাশে রাখা খড়ে আগুন দিয়ে পুড়ে ফেলতে চেয়েছিলাম। কিন্তু মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে ধানের গাদায় লেগে যাবে তা বুঝতে পারিনি। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি দেখেছেন, তার মাধ্যমে সালিশ ডেকে সমাধান করা হবে।
এবিষয়ে কাঠালতলী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, আগুনে পুড়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। ওই জায়গায় আগুন দেওয়ার ব্যাপারে মুনছুর ও সাইকুল নাম এসেছে। স্থানীয়ভাবে ফয়সালা করে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন