নোয়াখালীর সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলায় প্রতিবন্ধীসহ দুই শিশু ধর্ষণের প্রতিবাদ ও সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে একটি সংগঠন।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান রাসেল, মিজানুর রহমান, তানজুম রাখি ও ফাহিদা রিপু প্রমুখ। এদিকে বিকেল ৫টায় সুবর্ণচরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার অভিযোগে রাকিবকে গ্রেফতার করেছে চর জব্বর থানা পুলিশ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। এসময় সানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার