শিরোনাম
২৯ জানুয়ারি, ২০২০ ১৯:৩১

বরিশালে জেলা প্রশাসনের কর্মচারিদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে জেলা প্রশাসনের কর্মচারিদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বরিশাল জেলা প্রশাসন কর্মচারিদের চার দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল নয়টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বার্ষিক ৬০ ঘন্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। 

এই কোর্সের আওতায় অফিস ব্যবস্থাপনা, ই-ফাইলিং, এন্ট্রি ব্যবস্থাপনা, হিসাব ও ছুটি সংক্রান্ত ও ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলজির প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। 

চার দিনব্যাপী প্রশিক্ষণে জেলা প্রশাসনের কর্মচারিরা নাগরিক কর্নার ও নামজারির আবেদন প্রক্রিয়া, লগ-ইন, আবেদন প্রসেসিং, অর্ডার শিট প্রস্তুত, প্রথম আদেশ প্রদান, প্রস্তাবপত্র ও প্রতিবেদনসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন করতে পারবেন বলে আশা করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বিডি প্রতিদিন/আল আমীন 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর