ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎ অফিসের দালাল শফিউল আলমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা। বুধবার বিকালে টাউট আইন, ১৮৭৯ (৬) ধারা মোতাবেক তাকে এ দণ্ড প্রদান করা হয় বলে আদালত জানিয়েছেন।
জানা যায়, দুদকের হট লাইন ১০৬ নম্বরে কল করা হলে দুদক ডিএডি নাজমুল হকের নেতৃত্বে একটি টিম পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে নাজমুলকে হাতেনাতে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা প্রদান করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম