নেত্রকোনার পূর্বধলায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া নারগিসের আর বাড়ি ফেরা হলোনা। বুধবার (২৯ জানুয়ারি) রাত আটটার দিকে পূর্বধলা উপজেলার ঘাগড়া পাড়া এলাকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তার করুণ মৃত্যু হয়েছে।
নারগিস দুর্গাপুর কাকৈরগড়া ইউনিয়নের তিতারজান প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো। সে ওই ইউনিয়নের তিতারজান গ্রামের মো. কামাল মিয়ার মেয়ে।
নিহতের চাচী আমেনাসহ স্বজনরা জানান, নেত্রকোনার পূর্বধলা উপজেলার হাটখলা গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। সেখান থেকে চাচা চাচীর সাথে বাড়ি ফেরার সময় অসাবধানতা বশত গলার ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। হঠাৎ নারগিস পড়ে যেতে থাকলে অটো থামিয়ে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ