পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ভূঁইয়ার হাওলা গ্রামের মোল্লার বাজার সংলগ্ন গেদু হাওলাদার বাড়িতে।
বিষয়টি রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলীকে অবহিত করেছেন ভুক্তভোগীরা।
আহতদের মধ্যে ৬ জন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে এবং বাকিরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আদালতে মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে নিপু হাওলাদার বলেন, আমাদের নিজ বাড়িতে বুধবার বিকেল ৩টার দিকে আমাদের বিবাহিত বোন ফারহানাকে স্বামীর বাড়ি তুলে দেয়ার বিষয়ে আমরা সকলে আলোচনা করছিলাম। হামলাকারীরা মনে করছিল যে, আমরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলাম। তখন পূর্ব পরিকল্পিতভাবে আ. লতিফ হাওলাদারের ছেলে জাকির হাওলাদারের নেতৃত্বে ৪০/৪৫ জনের একটি লাঠিয়াল বাহিনী হামলা করে। এতে আমরা ১২ জন আহত হই। আমাদের চিৎকারে এলাকাবাসী এসে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে রাঙ্গাবালী থানার ওসিকে দেখাইয়া গলাচিপা হাসপাতালে নিয়া যায়।
এ হামলার দায় অস্বীকার করেছেন জাকির হাওলাদার। এ ব্যাপারে ডা. মো. মেহেদী শাহরিয়ার বলেন, আহতদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আমার চিকিৎসাধীন আছেন। তাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। বাকি ৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা