খাগড়াছড়ির মাটিরাঙ্গার পুনর্বাসন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এর প্রসীত গ্রুপের অর্জুন চাকমা (৪৮) নামে এক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে অর্জুন নিহত হয়।
তিনি আরও জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে লাশের পাশ থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে বলে ওসি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন