চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ২ জনের প্রত্যেককে ২২ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, রাজশাহী মহানগরীর মতিহার থানার চর কাজলা মহল্লার আবু তারেকের ছেলে মোঃ মাসুদ (৩৬) ও রাজশাহী জেলার চারঘাট থানার সিংগল গ্রামের মৃত বিচ্ছাদ সরদারের ছলে মোঃ মোস্তফা কামাল (৩২)। তবে, মোস্তফা কামাল পলাতক রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক শওকত আলী এ রায় প্রদান করেন।
অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, ২০১৩ সালের ২৩ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে ভোর প্রায় সোয়া ৫টার দিকে একটি ট্রাকে (নবাবগঞ্জ-ট-০২-০০৩৬) অভিযান চালিয়ে ট্রাকের পাটাতনের বিশেষ জায়গা থেকে ৪টি পিস্তল, ৮টি ম্যাগজিন রাউন্ড গুলি ও ৭’শ ৩১ বোতলসহ তাদের আটক করে।
এ ঘটনায় এস আই মোঃ গোলাম রসুল বাদী হয়ে মোঃ মাসুদ ও মোস্তফা কামালসহ ৭ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা দায়ের করেন।
পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নূরে আলম সিদ্দিকী ২০১৬ সালের ৩০ জুন তাদেরকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।
বাকি ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়। খালাসপ্রাপ্তরা হচ্ছে, মোঃ জামিল, মোঃ আতিক, মোঃ রবু, মোঃ সাহু ও সোহেল রানা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন