মাদারীপুরে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্তকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক তাপস ফলিয়া। সমতা মানব উন্নয়ন প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক হোমায়রা লতিফ পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সমাজেরই অংশ। বক্তারা নাগরিকদের প্রতি প্রতিবন্ধীদের সঙ্গে ভালো আচরণ করার আহবান জানান। তাদের মূলস্রোতে ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন বক্তরা। অনুষ্ঠানটি আয়োজন করে সোডেপ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
বিডি প্রতিদিন/আল আমীন