বগুড়ার নন্দীগ্রামে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আবু বক্কর নামের দুই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সে নন্দীগ্রাম পৌরসভার রহমান-নগরের শাকিল হোসেনের ছেলে। বৃহস্পতিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
শিশুর বাবা শাকিল হোসেন জানান, প্রচন্ড ঠান্ডায় দুইদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয় শিশু আবু বক্কর। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শিশুর মৃত্যু হয়। পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল উদ্দিন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নন্দীগ্রাম উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার থেকে বুধবার পর্যন্ত ৩৯ জন শিশু নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নয়জন শিশু ভর্তি রয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন জানান, শীতের সময় ঠান্ডাজনিত রোগ নিয়ে শিশুরা একটু বেশি আসে। তাছাড়া শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় রোগীর চাপ কিছুটা বেড়ে গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার