রাঙামাটিতে সরস্বতী পূজা উৎসবকে কেন্দ্র করে ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীদের বই বিতরণ করেছে, জেলা ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার বালুভালী ইউনিয়নের কিল্লামুড়া ত্রিপুরা পল্লীতে ঐক্য, শিক্ষা, প্রগতি, এ স্লোগানকে সামনে রেখে বই বিতরণের আয়োজন করে সংগঠনটি।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা।
এছাড়া রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সজিব ত্রিপুরা, কাউখালী কলেজের প্রভাষক রাজন ত্রিপুরা, কিল্লামুড়ার মহিলা ইউপি সদস্য জীবনেশ্বরী ত্রিপুরা, কিল্লামুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটি সভাপতি মাধুরী ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক বিকাশ ত্রিপুরা, মহিলা কারবারী নির্মরা ত্রিপুরা উপস্থিত ছিলেন।
কিল্লামুড়া ত্রিপুরা পল্লীর সুবিধা বঞ্চিত ১২০জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন