ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের রাজ্জাকের মোড় থেকে এসব স্বর্ণ জব্দ হয়। তবে কোনো পাচারকারীকে ধরতে পারেনি বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, ছয় পিস স্বর্ণের ওজন হয়েছে ৯৩১ গ্রাম ৪৬০ মিলিগ্রাম। মূল্য ধরা হয়েছে ৪৩ লাখ ১২ হাজার ১২৫ টাকা। আটককৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ে জমা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার