সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের কালিহাতীর এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার জেদ্দার বরিমান মারমা সড়কে ডিউটিরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার আওলাতৈল গ্রামের ফরহাদ আলীর ছেলে আল-আমিন (৩২)। একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস।
এ ঘটনায় নিহত অপর দুইজন হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া ও নরসিংদী জেলার মনোহরদীর উত্তর কচিকাটা গ্রামের কাজল মিয়ার ছেলে কাওসার মিয়া। নিহতরা সবাই সৌদির ইয়ামামা কোম্পানিতে চার বছর যাবত কাজ করতেন।
নিহত আল-আমিনের স্ত্রী বিলকিস বেগম মূর্চা যেতে যেতে বলেন, জামাইরে তো আর পাবোনা। সরকার যেন লাশটা এনে দেয়, শেষ দেখা যেন দেখতে পারি।
নিহত আল-আমিনের বাবা ফরহাদ আলী বলেন, লাশ আনার মতো টাকা আমাদের নাই, ঋণের টাকা কিভাবে পরিশোধ করবো? সরকার যেন লাশটা এনে দেয়।
নাগবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য আঃ ছালাম বাঙ্গালী সরকারি ব্যবস্থাপনায় অতিদ্রুত লাশটি দেশে আনার আকুতি জানিয়ে বলেন, একমাত্র ছেলেকে হারিয়ে নিহত আল-আমিনের বয়োবৃদ্ধ বাবা-মা এখন অসহায় হয়ে পড়লো, একটি মেয়ে বিবাহিতা। যতদ্রুত সম্ভব তাদেরকে বয়স্কভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ