গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাগেরহাট প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি অ্যাভোকেট এম ডি মোজাফ্ফর হোসেন ও সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকীর নেতৃত্বে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় অন্যদের মধ্যে বাগেরহাট প্রেস ক্লাবের সহসভাপতি নীহার রঞ্জন সাহা, সহসাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, দপ্তর সম্পাদক নকীব সিরাজুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শওকত আলী বাবু, সাবেক সভাপতি অধ্যাপক এ বি এম মোর্শারফ হুসাইন, নিবাহী কমিটির সদস্য সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, মো. দেলোয়ার হোসেন, মাহফিজুর রহমান, ইসরাত জাহান, মীর জায়েসী আশরাফী জেমসসহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কারুজ্জামান, ফকির হাসান আলী, শেখ আবু সাঈদ শুনু, অরিন্দম দেব নাথ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন