প্রায় ১০ কোটি টাকা বিনিয়োগ করে পঞ্চগড় বিসিক শিল্প নগরিতে চা প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করছে কর্ণঝড়া এগ্রো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
কারখানা নির্মাণের ওই প্রতিষ্ঠানের কাছে আনুষ্ঠানিকভাবে প্লটের বরাদ্দপত্র হস্তান্তর করেছে বিসিক।
বৃহস্পতিবার দুপুরে বিসিক শিল্পনগরিতে আনুষ্ঠানিকভাবে কর্ণঝড়া এগ্রো লিমিটেডের চেয়ারম্যান আজমল খানের হাতে ১৬ টি প্লটের বরাদ্দপত্র হস্তান্তর করেন বিসিকের পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) যুগ্মসচিব খলিলুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বিসিকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক আবুল হায়াত মো. রফিক ও পঞ্চগড় বিসিক শিল্প নগরির উপ-মহা ব্যবস্থাপক মাহামাদুল হাসান উপস্থিত ছিলেন।
কর্ণঝড়া এগ্রো লিমিটেড ৯৯ লাখ ৫৮ হাজার ৬৭৮ টাকায় পঞ্চগড় বিসিক শিল্প নগরির ১৬ টি প্লট বরাদ্দ নেন। এ মাধ্যমে পঞ্চগড় বিসিকের ৯৬ টি প্লটের মধ্যে ৮২ টি প্লট বরাদ্দ হলো। প্রতিষ্ঠানটি আগামী এক সপ্তাহের মধ্যেই চা প্রক্রিয়াজাত কারখানা নির্মাণের কাজ শুরু করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন