টাঙ্গাইল “দুর্নীতি করব না, মানব না, সইব না” এই শ্লোগানে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি কিরোধী রচনা, বির্তক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন'র (দুদক) সহযোগিতায় বিদ্যায় প্রাঙ্গনে বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোতিগতার বিষয় হলো “মূল্যবোধ ও দেশ প্রেম অভাবেই দুর্নীতি বিস্তার ঘটে” বির্তক প্রতিযোগিতায় দুটি দল অংশগ্রহন করে। পক্ষে ও বিপক্ষে এত বিপক্ষে শ্রেষ্ঠ বক্তা হিবে প্রথম হয় তুলি আক্তার।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য আবুল কালাম মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মনছুর রহমান। মর্ডারেট হিসেবে দায়িত্ব পালন করেন মো. আ. কদ্দুস সরকার। মো. গোলাম নবী, শাহানাজ বেগম, চিত্রা দাসসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সময় নিয়ন্ত্রক ছিলেন বৃষ্টি আক্তার।
বিডি প্রতিদিন/এ মজুমদার