রেলপথ মন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও এখন সমাজের মূলধারায় উঠে এসেছে। সাধারণ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেন দ্রুত ও সহজে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। যমুনা সেতুর উপর আলাদা রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তি আগামী মার্চেই স্থাপন করা হবে। ২০২৩ সালের মধ্যেই এই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ রেল পথকে ডাবল লাইনে উন্নিত করা হবে। চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রেল যোগাযোগ শুরু হবে শিগগিরই। এর পাশাপাশি পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুড়ির সাথেও রেল যোগাযোগ স্থাপন করা হবে।’
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আয় বর্ধক কার্যক্রম পরিচালনার জন্য ৪৯ লাখ টাকা ব্যয়ে প্রায় মাল্টিপারপাস ফাউন্ডেশন সহ চারতলা বিশিষ্ট পাকাভবন ‘উথনাউ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী আরও বলেন, মন্ত্রী বলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও এখন সমাজের মূলধারায় উঠে এসেছে। সরকার তাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিটি উপজেলার কর্মমুখী শিক্ষার জন্য কারিগরি কলেজ নির্মাণ করা হচ্ছে। উপজেলাগুলোতে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এছাড়া মুজিববর্ষে দেশের ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার দরিদ্রকে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণকরে দেয়া হবে।
পরেমন্ত্রী ক্ষুদ্র-নৃ গোষ্টীর একশ শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স ও বোদা ফায়ার সার্ভিস স্টেশনে একটি আধুনিক অগ্নিনির্বাপক গাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন