বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের আল-হেরা আলিম মাদ্রাসার নৈশ প্রহরীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রাতে ওই ছাত্রের মা বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা করেছেন। ঘটনায় অভিযুক্ত নৈশ প্রহরী শাহ আলম খুলনার রূপসা থানার রামনগর গ্রামের শামসুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ২৪ জানুয়ারি রাতে ওই ছাত্রকে ঘুমন্ত অবস্থায় মাদ্রাসার নৈশ প্রহরী শাহ আলম বলাৎকার করেন। এ সময় ওই ছাত্র চিৎকার করে উঠলে পাশে থাকা তার সহপাঠীরা বিষয়টি টের পায় এবং নৈশ প্রহরী পালিয়ে যায়। পরের বিষয়টি মাদ্রাসার হোস্টেলের পরিচালক জোহরা বেগমকে জানানো হয়। এ সময় জোহরা বেগম ভুক্তভোগী ওই ছাত্রকে বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখান। পরে জোহরা বেগম নৈশ প্রহরীকে পালিয়ে যেতেও সহযোগিতা করেন। মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ বিষয়টি জানলেও তারা ওই নৈশ প্রহরীর বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না নিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যান।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান শেখ বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানি। কিন্তু ব্যস্ততার কারণে ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘৃণিত কাজের সঙ্গে যুক্ত নৈশ প্রহরীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন