কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছ র্যাব। আটককৃতের নাম আল ইমরান (১৯)। তিনি কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
র্যাব সূত্র জানায়, এসএসসি-২০২০ এর প্রশ্নপত্র পরীক্ষার আগেই সংগ্রহ ও ফাঁস করার পরিকল্পনা করছিল আল ইমরান। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র্যাবের একটি দল করগাঁও ইউনিয়নের পাঁচলিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে কটিয়াদী থানায় সোপর্দ করা হয় এবং এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রশ্নপত্র ফাঁসের সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাবের উপ পরিচালক লে. কমান্ডার বিএন এম. শোভন খান জানিয়েছেন। দীর্ঘদিন যাবৎ ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটস-অ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ এবং প্রতারণামূলকভাবে পরীক্ষার্থীদের কাছে বিক্রির সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানানতিনি।
বিডি-প্রতিদিন/শফিক