পৌরসভার বঙ্গবন্ধু আবাসন প্রকল্পের মাধ্যমে স্থায়ী ঠিকানা খুঁজে পাচ্ছেন পাহাড়ের ৩৪টি পরিবার। বৃহস্পতিবার বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের ৩৪টি পরিবারকে বাড়ির চাবি তুলে দিবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় পাহাড়ের নিঃস্ব, অসহায় ৩৪টি পরিবারকে বঙ্গবন্ধু আবাসন প্রকল্পের মাধ্যমে পুর্নবাসন করা হচ্ছে। বাংলাদেশের মধ্যে এ প্রথম খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে ভূমিহীন, বিধবা, অসহায় ও মুক্তিযোদ্ধাসহ ৩৪টি পরিবার তাদের স্থায়ী ঠিকানা খুঁজে পেতে যাচ্ছে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামোগত উন্নতিকরণ প্রকল্পের কাজের মাধ্যমে। ৩ কোটি ৫৬ লক্ষ ৬৮ হাজার ৫৮১ টাকা ব্যায়ে নির্মিত এ প্রকল্পের কাজ শেষ র্পযায়ে।
বিডি প্রতিদিন/হিমেল