ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশে থেকে সরকারি গাছ কাটার দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ।
জরিমানা প্রদানকারী ওই ব্যক্তির নাম আবুল হাসন (৪৯)। তিনি পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া বলের মাঠ এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, গত দুই তিন দিন ধরে ওই ব্যক্তি ময়েনদিয়া বাজারের নিবটবর্তী ময়েনদিয়া-খারদিয়া গ্রাম্য সড়কের বলের মাঠ এলাকা থেকে রেনটি, মেহগনি গাছ কেটে নিচ্ছিলেন। এখবর পেয়ে অভিযান চালায় আদালত। আদালত ওই ব্যক্তিকে সরকারি গাছকাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং কেটে ফেলা গাছের গুঁড়ি গুলি জব্দ করেন।
বিডি-প্রতিদিন/শফিক