বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা শেষে একটি র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক হয়ে বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ, ডা. বিএম আরিফ হোসেন, ডা. তপতী চৌধুরী, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, ডা. ফাহমিদা শিরিন, ডা. সায়েরা সুলতানা, ডা. ফারজানা ফৌরদৌস, নার্স ইনচার্জ শামীমা আক্তার, আব্দুল মালেক সজীব, ইসলাম উদ্দিন, আনোয়ার হোসেন, খাদিজা জান্নাত, জহির, শাহজাহান মোল্লা প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক