কুমিল্লার চান্দিনায় দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীকে নকল সরবরাহের চেষ্টাকালে এক বহিরাগত শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের হাদিস বিষয় পরীক্ষা চলাকালীন সময়ে চান্দিনার বদরপুর মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রর হল সুপার কাজী মো. মফিজুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের চারদিকে ১৪৪ ধারা জারি করা থাকে। তিনজন বহিরাগত ছাত্র পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার জন্য কেন্দ্র প্রবেশ করে। এসময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ধাওয়া করে শাকিল (১৬) নামে একজনকে আটক করে। শাকিল চান্দিনা উপজেলার কংগাই গ্রামের বাসিন্দা।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার স্নেহাহাশীষ দাশ তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ জানান, বহিরাগত ওই ছাত্রকে পাবলিক পরীক্ষা (অপরাধ) নিয়ন্ত্রণ আইনে জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন