বরগুনার বাবুগঞ্জ পুলিশ ফাঁড়িতে দীপক (২৪) নামের ভাড়ায়চালিত এক মোটরসাইকেল চালককে পুলিশ ধরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। বেত্রাঘাতে জখম দীপককে তার সহকর্মীরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
পুলিশের ডিউটিতে ব্যবহারের জন্য তার মোটরসাইকেলটি দিতে অস্বীকৃতি জানানোয় আজ বুধবার সকালে বাঁশের লাঠি দিয়ে তাকে নির্যাতন করা হয়।
আহত দীপক জানান, ফাঁড়ির দালাল মিরাজ পুলিশের ডিউটির জন্য তার নাম ফাঁড়ির দারোগাকে দেয়। ফাঁড়ি থেকে তাকে মোবাইল করা হলে তিনি জানান, ''আমি অসুস্থ পরে একদিন ডিউটি করব।''
এরপর তিনি আরও বলেন, ৭ দিন অসুস্থ থাকার পর বুধবার মোটরসাইকেলে মাছ নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা আসার পথে পুলিশ ফাড়িঁর সামনে থেকে কনস্টোবল হাফিজুর রহমান তাকে ধরে নিয়ে যান। এরপর তাকে ফাঁড়ির উপরে নিয়ে বাঁশের লাঠি দিয়ে নির্যাতন করে হাত, পা, হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
স্থানীয় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকরা জানান, প্রতিদিন রাতে তাদের পুলিশ ডিউটিতে মোটর সাইকেল দিতে হয়। শুধু মোটরসাইকেল ভাড়াতো পুলিশ দেয় না, উল্টো জ্বালানী তেলও কিনে দিতে হয়। আবার যে মোটরসাইকেল দিতে পারে না তাকে ৩শ' টাকা দিতে হয়।
এ ব্যাপারে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রনজিৎ সরকার বলেন, বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নেব।
বিডি-প্রতিদিন/মাহবুব