‘পড়ব বই, গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে ভোলা পুলিশ লাইনস এলাকায় ভোলা সরকারি গণগ্রন্থাগার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে গণগ্রন্থাগার অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভোলা সরকারি গণগ্রন্থাগারের ইন চার্জ মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন আল ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা পাঠক ফোরামের আহ্বায়ক জুন্নু রায়হান, প্রধান শিক্ষক আবু তাহের, ভোলা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকালী শিক্ষক সারমিন জাহান শ্যামলি, চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল