নেত্রকোনায় র্যালি ও আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে তৃতীয় জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় শহরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে “পড়ব বই; গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিবাদ্য নিয়ে গ্রন্থাগার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
পরে র্যালটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মোক্তারপাড়াস্থ সরকরি গণ গ্রন্থাগারে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
পরবর্তীতে আলোচনা সভায় লাইব্রেরিয়ান মো. দেলুয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, শিক্ষাবিদ মতিন্দ্র সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ