বান্দরবানের রুমা উপজেলায় যৌথ অভিযানে ফের ১০ একর জমিতে হেরোইন ও আফিমের উৎস পপি ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকে রাত সাড়ে বারটা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে ক্যাপ্টেন মো. আশিকুর রহমান জানান, বগালেক আর্মি ক্যাম্প থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পূর্বে শৈকত পাড়া ও খুলিয়ান খুমি পাড়ার আশে পাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ একর পাহাড়ি এলাকা জুড়ে ১২ টি স্থানে চাষকৃত পপি (আফিম) ক্ষেত ধ্বংস করা হয়েছে। এছাড়া পপি ক্ষেত সংলগ্ন একটি জুম ঘরে বিপুল পরিমানে আফিমের বীজ উদ্ধার করে ধ্বংস করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আফিম চাষিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রুমা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ গোলাম আকবর জানান, সেনাবাহিনী ও পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল